ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আবুধাবি-দুবাই রুটে ফ্লাইট চালু সোমবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনার প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও আবুধাবি ও দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী সোমবার থেকে বাণিজ্যিকভাবে এই রুটে ফ্লাইট চালু হচ্ছে। 

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আগামী ৬ ও ৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এর মধ্যে ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) ও ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই থেকে সপ্তাহে চার দিন (মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে।

করোনা মহামারির আগে এই রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চালু ছিল। কিন্তু, বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়লে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। 

এর আগে গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফাইট চলাচলের অনুমতি দেয়া হয়। আর ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি